গত বছরের শুরুর দিকে বাংলোদেশের বাজারে লঞ্চ করে রিয়েলমি ৫ আই (realme 5i) স্মার্টফোনটি। বাজারে আসার পর এতটাই আলোড়ন তুলেছে, যার রেশ রয়ে গেছে চলতি বছরেও। সেরা স্পেসিফিকেশনস, সেরা ডিজাইন, সেরা দাম সব মিলিয়ে জনপ্রিয়তা তুঙ্গে রিয়েলমি ৫ আই।
দেশের বাজারে আসার পর হ্যান্ডসেটটি কিনতে স্মার্টফোন উৎসাহীরা বিশেষত তরুণদের আগ্রহ এতই বেশি ছিল যে কয়েক দিনের মধ্যেই রিয়েলমি ৫ আই-এর পুরো স্টক শেষ হয়ে যায়।
আরও পড়ুন: দারাজে দুই মিনিটেই বিক্রি ২ হাজার ‘রিয়েলমি নারজো ২০’
বাজার গবেষকদের মতে, নতুন এ স্মার্টফোনটির অসাধারণ সাফল্যর পেছনে রয়েছে দারুণ সব ফিচার। বাজারে আসার পর থেকে এখনো পর্যন্ত রিয়েলমি ৫ আইয়ের চাহিদা এখনো অব্যাহত রয়েছে। তথ্য উপাত্ত বিশ্লেষণে ২০২০ সালের ‘সেরা স্মার্টফোন’ বলাই যায় ফোনটিকে।
realme 5i স্পেসিফিকেশন
রিয়েলমি ৫ আই ফোনটিতে রয়েছে বেশ ভালো মানের ৬.৫২ ইঞ্চি সুপার অ্যামলয়েড ইনফিনিট ডিসপ্লে ও ৭২০ পিক্সেল বাই ১৬০০ পিক্সেল রেজ্যুলেশনের ডিসপ্লে। ডিভাইসটির পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই, স্ক্রিন টু বডি রেশিও ২০:৯।
আরও পড়ুন: দেশে প্রথমবারের মতো আসছে গেমিং মাস্টার রিয়েলমি নারজো ২০
‘Quad Camera King’ ট্যাগলাইনের রিয়েলমি ৫ আই ফোনটিতে ফোনটিতে মিনিম্যালিস্টিক ডিজাইনে চারটি রিয়ার ক্যামেরায় ১২ মেগাপিক্সেলের (megapixel) মূল ক্যামেরার পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেলের ১১৯ ডিগ্রী আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের আল্ট্রা-ম্যাক্রো লেন্স।
এতে রয়েছে স্টাইলিশ সানরাইজ ডিজাইন প্যাটার্ন, সাথে কোয়াড ক্যামেরা সেট-আপ। আছে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল ৬৬৫ এআইই (AI) প্রসেসর আর 5000mAh বিশাল ব্যাটারি।
সানরাইজ ডিজাইনে অ্যাকুয়া ব্লু ও ফরেস্ট গ্রিন-এ দুটি রঙে রিয়েলমি ৫ আই স্মার্টফোনটি মাত্র ১২,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: চলে এল রিয়েলমির ডিজাইনার টয় রিয়েলমিয়াও
২০২০ সালের মে মাসে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট পিকাবুতে (pickaboo) রিয়েলমি ৫ আই রিলিজ করা হয়। পিকাবুর প্ল্যাটফর্মে একদিনে সর্বোচ্চ সংখ্যক স্মার্টফোন বিক্রির রেকর্ড গড়ে রিয়েলমি ৫ আই।
রিয়েলমি ৭ প্রো (realme 7 pro)
রিয়েলমির নতুন স্মার্টফোনের জন্যে দেশের তরুণরা উন্মুখ হয়ে থাকেন। গত বছরের মাঝামাঝি রিয়েলমি বাজারে নিয়ে আসে আরেক চমক রিয়েলমি ৭ প্রো।
আরও পড়ুন: রিভিউ: প্রতিযোগীদের ভিড়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন রিয়েলমি ৫ আই
রিয়েলমি ৭ প্রো-দেশের দ্রুততম চার্জিং স্মার্টফোন। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং ক্ষমতাযুক্ত এই ফোনটির 4500mAh শক্তিশালী ব্যাটারি মাত্র ৩৪ মিনিটে পুরো ১০০ শতাংশ চার্জ হয়ে যায়। এছাড়াও, মাত্র ৩ মিনিট চার্জ ১৩ শতাংশ ব্যাটারি লাইফ দিতে সক্ষম। মাত্র ৩ মিনিট চার্জের পর রিয়েলমি ৭ প্রো দিয়ে ৩ রাউন্ড পাবজি (১ ঘন্টা ২২ মিনিট) খেলা, অথবা দুই ঘন্টা ইন্সটাগ্রাম ব্রাউজিং, বা আড়াই ঘণ্টা ইউটিউবে ভিডিও দেখা এবং ৪ দিনের স্ট্যান্ডবাই সময় সম্ভব!
আরও পড়ুন: দেশের মোবাইল ব্র্যান্ডগুলোর শীর্ষ চারে রিয়েলমি
এতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের (64megapixel) সনি সেন্সরসহ কোয়াড রিয়ার ক্যামেরা, স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সাথে ৩২ মেগাপিক্সেল ইন ডিসপ্লে আলট্রা ক্লিয়ার সেলফি ক্যামেরা। আছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এর দাম মাত্র ২৭,৯৯০ টাকা। এই মূল্যে বাজারের অন্যান্য ব্র্যান্ড ফোনের আউটলুক এবং ফিচারের দিক থেকে অনেক পিছিয়ে আছে।
স্টাইল, পারফরমেন্স আর দামের সমন্বয়ে রিয়েলমি ৭ প্রো’কে ২০২০ সালের ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন বলাই যায়।
সর্বাধুনিক ফিচার ও পারফরমেন্সে তরুণবান্ধব স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি খুব দ্রুততার সাথে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে। সর্বোপরি, ‘Dare to Leap’ কে ধারণ করে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যাশা অনুযায়ী সামনের দিনগুলোতে সর্বাধুনিক প্রযুক্তির নতুন সব ফোন বাজারে আনতে রিয়েলমি বদ্ধপরিকর।
আরও পড়ুন: বাজারে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের রিয়েলমি সি১৫ কোয়ালকম এডিশন